Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে বৃদ্ধি পাচ্ছে খাদ্য ও পুষ্টির চাহিদা। জনসংখ্যার ৮০ ভাগই বাস করে গ্রামে আর যার বেশীর ভাগই কোন না কোনভাবে জড়িয়ে আছে কৃষি উৎপাদনের সাথে। কুমিল্লা জেলার  দক্ষিণ পূর্বে ৩২ কিঃ মিঃ দূরে অবস্থিত (উপজেলা সদর) চৌদ্দগ্রাম উপজেলা। উপজেলার পূর্বে ভারত সীমান্ত, উত্তরে সদর দক্ষিন, পশ্চিমে লাকসাম ও নাঙ্গলকোট উপজেলা ও দক্ষিণে ফেণী জেলা সদর অবস্থিত। উপজেলার আয়তন ২৭০.৪৯ বর্গ কিলোমিটার। চৌদ্দগ্রাম উপজেলায় আবাদী জমির পরিমান ১৮৬৭৫ হেঃ যা কৃষি পরিবেশ অঞ্চল ১৯ এ ১২০৭৩ হেঃ, ২২ এ ৫৪৯৫ হেঃ, ২৩ এ ১১০৭ হেঃ। খাদ্যে স্বয়ংসম্পূর্ন এ  উপজেলার প্রধান ফসলই ধান। তিনটি মৌসুমেই (রবি, খরিপ-১, খরিপ-২) উফশী ধানের চাষাবাদ হয়। কৃষকগণ ধান ভিত্তিক শস্য বিন্যাস অবলম্বনে চাষাবাদ করে আসছে। ক্রমাগত ধান চাষে কৃষকগণ অধিক পরিমাণ রাসায়নিক সার ব্যবহার ও জৈব সার কম ব্যবহার করার ফলে দিনদিন মাটির উর্বরতার কমে যাচ্ছে।  এ প্রেক্ষাপটে আধুনিক প্রযুক্তি অনুসরণ, জৈব সার ব্যবহারের মাধ্যমে মাটির স্বাস্থ্য সুরক্ষা করে মাটির উর্বরতা বৃদ্ধি, শস্য বহুমূখী করণ, সমন্বিত বালাই ব্যবস্থাপনার আলোকে চাষাবাদ ও সুষম মাত্রায় সার ব্যবহার নিশ্চিত করেতে পারলে, অধিক ফসল উৎপাদনে সহায়ক ভুমিকা রাখবে।  বর্তমানে কৃষকদের লাভজনক ফসল হিসেবে উচ্চমূল্যের সবজি ও অন্যান্য ফসল এবংমিশ্র ফল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।

 

এক নজরে চৌদ্দগ্রাম উপজেলার কৃষি বিষয়ক বিস্তারিত তথ্য