Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কৃষকের জন্য প্রদত্ত সেবা সমূহঃ

  1. সকল শ্রেণীর জন্য সম্প্রসারণ সেবা নিশ্চিত করা  ।
  2. ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য প্রযুক্তি সমূহ র্কষকদের দৌর গোড়ায় পৌঁছে দেয়া ।
  3. কৃষকদের মাঝে বীজ এবং সার বিতরণ নিশ্চিত করা  ।
  4. ভিজিট সিডিউল অনুসারে মাঠ পরিদর্শন , কৃষকের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান দেয়া  ।
  5. জৈব ও রাসায়নিক সারের সুষম ব্যবহারের মাধ্যমে মাটির স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা  ।
  6. ফসলের বালাই দমনে পরামর্শ প্রদান করা  ।
  7. কৃষকদের মাঠে নতুন ফসল, নতুন জাত এবং নতুন প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী স্থাপন ও মাঠ দিবসের আয়োজন করা।
  8. বিভিন্ন কৃষিপ্রযুক্তি বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান।
  9. বিভিন্ন প্রকার সম্প্রসারণ পদ্ধতির মাধ্যমে কৃষকের মাঝে সচেতনতা তৈরি করা।
  10. ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারী প্রণোদনা/পূনর্বাসনে কৃষি উপকরণ  বিতরণ নিশ্চিত করা ।
  11. ফসলের মানসম্মত বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের সহায়তা করা ।
  12. জৈবসার এবং জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সহায়তা প্রদান ।
  13. কৃষি পন্য বিপণনে ক্রেতা ও কৃষকের মাঝে সংযোগ স্থাপনে সহায়তা করা ।
  14.  সরকারী ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন খরচ কমাতে সহায়তা করা ।
  15. ফসলের বৈচিত্র্য আনয়নে এবং শস্যবিন্যাস উন্নতকরনে সহায়তা করা ।
  16.  দেশে উৎপাদিত অপর্যাপ্ত খাদ্যশস্যের (ডাল, তেল,মশলা) উৎপাদন বৃদ্ধি করা ।
  17.  ব্যাংক কর্তৃক প্রদত্ত কৃষি ঋণ গ্রহনে কৃষকদের সহায়তা করা ।
  18. জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহনে কৃষকের ডাটাবেইজ তৈরি করা।
  19. পুষ্টি উন্নয়নে বসতভিটায় ও ছাদে সবজি ও ফল বাগান সৃজনে সহায়তা করা ।
  20. মোবাইল অথবা টেলিফোনের মাধ্যমে কৃষককে ডিজিটাল সেবা প্রদান করা ।
  21. লিফলেট ,বুকলেট ,মাঠ দিবস ও মাঠ পরিদর্শনের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দেয়া।
  22.  উচ্চমূল্যে ফসল উৎপাদনে কৃষকদের সহায়তা করা।
  23.  বানিজ্যিক ফল ও সবজি উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা।
  24.  নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে কৃষকের আথ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়তা করা।
  25.  আইপিএম, আইসিএম এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার করে পরিবেশ বান্ধব কৃষি উৎপাদনে সহায়তা করা।
  26. কৃষি উপকরণ  (সার, বীজ, বালাইনাশক ও চারাকলম) আমদানী ও বিপণনের লাইসেন্স প্রদান।
  27. বালাইনাশক, সার ও বীজ ডিলারের দোকান পরিদর্শনের মাধ্যমে ভেজাল কৃষি উপকরণ  বিক্রয় রোধ করা।
  28.  সরকারী ও বেসরকারী সংস্থার সাথে কৃষি উৎপাদনে আন্তঃসমন্বয় করা।