Title
Planting 100 palm saplings in the hands of children on the occasion of Sheikh Rasel Day 2021
Details
শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস"-এ প্রতিপাদ্য নিয়ে আজ ১৮ অক্টোবর প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদযাপিত হচ্ছে
‘"শেখ রাসেল দিবস ২০২১।"
দিবসটি উৎযাপন উপলক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চৌদ্দগ্রাম, কুমিল্লা এর উদ্যোগে ১০০ শিশুর হাতে ১০০ টি তালের চারা রোপন করা হয়।এছাড়াও উপজেলা প্রশাসন কর্তৃক শেখ রাসেলের জন্ম দিবস উপলক্ষ্যে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে অালোচনা,পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অায়োজন করা হয়।