কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০ এপ্রিল,২০২২ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি বিভাগ কর্তৃক প্রনোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১/২০২২-২৩ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ বুধবার সকাল ১১ ঘটিকায় উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, সহকারি কমিশনার (ভূমি) তমালিকা পাল, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন জানান ‘‘স্বল্প খরচে বৃষ্টি নির্ভর আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি খরিপ-১ মৌসুমে ৪০০ জন কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশী আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় এতে প্রতিজন কৃষক প্রতি বিঘা জমি চাষের জন্য ৫ কেজি উফশী আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।’’
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS